২০১৩ মুজফফরনগর দাঙ্গায় খুন, ধর্ষণ, অগ্নিকাণ্ডের ৪১ টি মামলার ৪০ টিতেই অভিযুক্তরা বেকসুর খালাস: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

২০১৩ সালে উত্তর প্রদেশের মুজফফরনগর এবং সংলগ্ন এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক হিংসার ঘটনায় মৃত্যু হয়েছিল অন্তত ৬৫ জনের। ঘরছাড়া হতে হয় হাজার-হাজার মানুষকে। মুজফফরনগরের ঘটনা নাড়িয়ে দিয়েছিল দেশকে। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন অখিলেশ যাদব। ২০১৪ সালে লোকসভা ভোটের প্রাক্কালে এই মুজফফরনগর দাঙ্গা ব্যাপক মেরুকরণের পরিবেশ সৃষ্টি করে গোটা উত্তর প্রদেশে, যার প্রভাব পড়ে দেশের অন্যত্রও। ২০১৪ সালে উত্তর প্রদেশের ৮০ টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি জেতে ৭৩ টি আসনে।

এবার এত বছর পর সেই মুজফফরনগর দাঙ্গার সময় হওয়া একাধিক গুরুতর মামলার কী গতি-প্রকৃতি তা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হল ইংরেজি সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’এ।
অখিলেশ যাদবের মুখ্যমন্ত্রিত্বের সময়ই আদালতে মুজফফরনগরে সাম্প্রদায়িক সংঘর্ষ, খুন, অগ্নিকাণ্ড, ধর্ষণ সহ একাধিক গুরুতর ঘটনা নিয়ে বহু মামলা মামলা দায়ের হয়। যোগী আদিত্যনাথের আমলেও চলছে সেই বিচার প্রক্রিয়া। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দৈনিকে প্রকাশ, ২০১৭ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ১০ টি খুনের মামলায় অভিযুক্ত সকলকেই বেকসুর খালাস দিয়েছে আদালত। প্রত্যেকটি মামলাতেই সাক্ষীরা বিরূপ আচরণ করায় আদালত এই রায় দিতে বাধ্য হয় বলে ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৭ সাল থেকে মুজফফরনগরের আদালতে মোট ৪১ টি দাঙ্গা সম্পর্কিত মামলার রায় দেওয়া হয়। তাৎপর্যপূর্ণভাবে ৪০ টি মামলাতেই সমস্ত অভিযুক্তকে বেসকসুর খালাস করেছে আদালত। কেবলমাত্র একটি মামলায়, যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলায় অভিযুক্ত মুসলিম সম্প্রদায়ের কয়েকজন, তাতে সাজা ঘোষণা করেছে আদালত। কিন্তু দাঙ্গায় মুসলিমদের উপর হামলার সমস্ত মামলাতেই অভিযুক্তরা বেকসুর খালাস পেয়েছে।
মোট ৪১ টি মামলার মধ্যে ১১ টি মামলা খুনের। তার মধ্যে একটি মামলায় সাজা শুনিয়েছে কোর্ট এবং ১০ টি খুনের মামলায় মোট ৫৩ জনকে বেকসুর খালাস করা হয়েছে। বাকি ৩০ টি মামলার মধ্যে ২৬ টি সংঘর্ষ বাধানো এবং ৪ টি মামলা গণধর্ষণের। সেগুলোতেও একই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ।
যদিও যোগী আদিত্যনাথ সরকারের তরফে মামলাগুলো নিয়ে উচ্চ আদালতে আপিল করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি পক্ষের উকিল দুষ্মন্ত ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, তাঁরা মুজফফরপুর হিংসার ঘটনা নিয়ে দায়ের হওয়া কোনও মামলার রায়কেই চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবেন না।

Comments are closed.