কেন বন্ধ হয়েছিল Whatsapp? মেটার কাছে রিপোর্ট তলব করল কেন্দ্র 

কেন অচল হয়ে গিয়েছিল Whasapp? এর নেপথ্যে কারণ কী? এবার তার কারণ জানতে চেয়ে ‘মেটা’র কাছে রিপোর্ট তলব করল কেন্দ্র। সংবাদ সংস্থা সূত্রে খবর, ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রক হোয়াটসঅ্যাপ বিভ্রাট নিয়ে সংস্থার কাছে রিপোর্ট চেয়েছে। কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপকে ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের কাছে অ্যাপ বিভ্রাটের বিস্তারিত কারণ জানাতে হবে। এই ইমার্জেন্সি রেসপন্স টিম ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের একটি অধীনস্ত সংস্থা। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা থেকে প্রায় দু’ঘন্টার জন্য স্তব্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ। ম্যাসেজ, ছবি, ভিডিওকল কিছুই কাজ করছিল না। যা নিয়ে নেট পড়ায় তুমুল হৈচৈ শুরু হয়। পরিষেবা স্বাভাবিক হলেও কেন এরকমটা হয়েছিল তা নিয়ে সংস্থার তরফে বিস্তারিত জানানো হয়নি। প্রযুক্তিগত ত্রুটি বলেই একপ্রকার ‘দায়সারা’ উত্তর দিয়েছিল মেটা। যা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। আরও উদ্বেগের বিষয়, হোয়াটসঅ্যাপ অচল হওয়ার কারণে বগাক্তিগত তথ্যও হ্যাকারদের হাতে চলে গিয়েছে। এমন একটা জল্পনাও নেট পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। সব মিলিয়ে কেন্দ্রের রিপোর্ট চাওয়াকে ঘিরে ফের একবার হোয়াটসঅ্যাপ নিয়ে একগুচ্ছ জল্পনা শুরু হয়েছে।।

Comments are closed.