নতুন বছরের মুখে উধাও শীত; কবে থেকে ফের জাঁকিয়ে ঠান্ডা! 

চলতি বছরে আর ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। বড় দিনের মতোই বছরের প্রথম দিনও কার্যত উধাও থাকবে শীত। আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনটাই। 

বড় দিনে সকাল ও সন্ধ্যার দিকে সামান্য শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা উধাও হয়ে গিয়েছিল। বছরের শেষ কয়েকটা দিনও আবহাওয়ার বিশেষ রদবদল হবে না বলেই হাওয়া অফিস জানিয়েছে। বৃহস্পতিবারও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি ছিল। 

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ৩০ ডিসেম্বর, শনিবার। বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়ও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। তবে জানুয়ারির প্রথম সপ্তাহ কেটে গেলে উত্তরবঙ্গে ফের একবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে। তবে তার আগে বর্ষ শেষের কয়েক দিন আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। 

Comments are closed.