উধাও মোদী! ওই তো কাকভোরে তৃণমূল নেতাদের গ্রেফতার করছেন! জহরের খোঁচা

দেশে অক্সিজেন, ওষুধের মত নিখোঁজ হয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দেশে অক্সিজেন, ওষুধের মত নিখোঁজ হয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে কেবল দেখা যাচ্ছে কাকভোরে তৃণমূল নেতাদের গ্রেফতার করতে। দ্য ইকোনমিস্ট পত্রিকার সাম্প্রতিক প্রচ্ছদ তুলে ধরে এভাবেই মোদী সরকারকে বিঁধলেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার।

২০১৪ সাল থেকেই বিজেপি-আরএসএসের ধারাবাহিক বিরোধিতা করে এসেছেন এমন মানুষের মধ্যে জহর সরকার অন্যতম। করোনার দ্বিতীয় ঢেউ উদ্ভূত পরিস্থিতিতে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন। এবার বিশ্ববন্দিত পত্রিকা দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক কভার নিজের ট্যুইটে শেয়ার করে কয়েক লাইন লিখেছেন দুঁদে আমলা।

জহর সরকার লিখেছেন, নরেন্দ্র মোদী উধাও। লন্ডনের দ্য ইকোনমিস্টের কভার স্টোরি। তারপর নিজেই প্রশ্নের উত্তর দেওয়ার ঢংয়ে জানিয়েছেন, না। তিনি উধাও হয়ে যাননি। তিনি শুধুমাত্র একটু পেছন ফিরে তাকিয়েছেন, ভোরবেলা কলকাতায় তৃণমূল নেতাদের গ্রেফতার করতে, করোনা মোকাবিলায় অদক্ষতা যেন আদালতে উজাড় না হয়ে যায় তা নিশ্চিত করে, অক্সিজেনের কালো বাজারি দেখতে দেখতে দিল্লিতে পোস্টার দাতাদের গ্রেফতার করবেন বলে।

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে নাজেহাল অবস্থা কেন্দ্রের মোদী সরকারের। হাসপাতালে বেড নেই, কেন্দ্র টিকার জোগান দিতে ব্যর্থ। যত না মানুষের প্রাণ কাড়ছে করোনা, তার চেয়ে ঢের বেশি অ-ব্যবস্থায়। এই পরিস্থিতিতে একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত সংবাদমাধ্যম চাঁচাছোলা ভাষায় সমালোচনা করছে মোদী সরকারের কর্মকাণ্ডের। এই পরিস্থিতিতে জহর সরকারের মতো একজন ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী মোদীর করোনা-ব্যর্থতার সঙ্গে কলকাতায় সাত সকালে গ্রেফতারি পর্বের সংযোগের তাৎপর্য বিপুল, বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ।

Comments are closed.