রাজ্যের সামাজিক প্রকল্পগুলিকে স্বীকৃতি, পশ্চিমবঙ্গকে ১ হাজার কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাঙ্ক 

রাজ্য সরকারের একাধিক সামাজিক প্রকল্প ইতিমধ্যেই দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সমাদৃত হয়েছে। কন্যাশ্রী, দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথীর মতো সামাজিক প্রকল্পগুলি নানান মহলে প্রশংসা পেয়েছে। এবার রাজ্যের এই সামাজিক প্রকল্পগুলির কাজ সুষ্ঠ ভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাকে ১ হাজার কোটি টাকার ঋণ দেওয়া সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাঙ্ক। পর্যবেক্ষকদের একাংশের মতে, বিশ্বব্যাঙ্কের এই সিদ্ধান্ত এক অর্থে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত প্রকল্পগুলিকে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি এনে দিয়েছে। 

রাজ্যের তরফে এদিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, সমাজের দুর্বল অংশগুলির সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উদ্যোগ নিয়েছেন তা দারুনভাবে সফল হয়েছে। সরকারের এই উদ্যোগকে মান্যতা দিয়ে, ১৯ জানুয়ারি বিশ্বব্যাঙ্ক রাজ্য সরকারকে ১২৫ মিলিয়ন ডলার বা প্রায় ১০০০ কোটি টাকা ঋণের অনুমতি দিয়েছে। সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীকে সামাজিক সুরক্ষা দিতে এই ঋণের টাকা খরচ করা হবে বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য, তৃতীয়বার ক্ষমতায় ফিরে রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে বরাদ্দ অর্থের পরিমাণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেন মমতা ব্যানার্জি। সেই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড-এর মতো বেশ কিছু নতুন প্রকল্পের সূচনাও করেন মুখ্যমন্ত্রী। যা ইতিমধ্যেই রাজ্যজুড়ে বেশ সাড়া ফেলেছে।

Comments are closed.