রাশিয়া বিশ্বকাপে ম্যাচের রেজাল্ট ভবিষ্যদবাণী করে প্রচুর পুরস্কারের সুযোগ।

মনে আছে জার্মান অক্টোপাস পলকে? ২০১০ সালে পলের করা ভবিষ্যদবাণী ছিল, বিশ্বজয়ী হবে স্পেন এবং রানার-আপ হবে নেদারল্যান্ড। তার কথা অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করে সত্যিই সেবার স্পেন বিশ্বজয়ী হয়েছিল। এইবার আসন্ন রাশিয়া বিশ্বকাপে কোন ম্যাচে কোন দল জিতবে এবং কত গোলের ব্যবধানে জিতবে, পলের মতো ভবিষ্যদবাণী করতে পারলে আপনিও জিতে নিতে পারেন একটি অ্যাপেলের ম্যাকবুক। রানার-আপ যিনি হবেন, তিনি পাবেন একটি আই প্যাড। এছাড়া, যাঁরা এই প্রতিযোগিতায় এক থেকে কুড়ি জনের মধ্যে থাকবেন তাঁরা পেয়ে যাবেন একটি ফিফা বিশ্বকাপ সেট, সঙ্গে অ্যাডিডাস টেলস্টার বলসহ একটি ব্যাগ প্যাক। শুধু ফাইনাল নয়, বিশ্বকাপের সব ম্যাচ নিয়েই ভবিষ্যদবাণী করা যাবে। ফিফার ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফরম্যাট পূরণ করে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ লিগ পর্যায়ে মোট ৪৮ টি ম্যাচ হবে। প্রতিটি ম্যাচের ফলাফল ভবিষ্যদবাণী করতে পারবেন অংশগ্রহণকারীরা। এছাড়া বিশ্বকাপের নক আউট পর্বের ১৬ টি ম্যাচেও ভবিষ্যদবাণী করা যাবে বলে ফিফা সূত্রে জানানো হয়েছে। প্রতিযোগিতার গোটা প্রক্রিয়াটি লটারির মাধ্যমে হবে, যেখানে ম্যাচের ফলাফল ও গোলের ব্যবধান কত হবে সেটা সঠিক বলতে পারলেও পাওয়া যাবে পয়েন্ট। এই প্রতিযোগিতায় ম্যাচ শুরুর আগে উত্তরদাতা নিজের মতামত বদল করার সুযোগ পাবেন বলেও জানা গিয়েছে। কেউ যদি কোনও দলকে সমর্থন করেন এবং শেষ মুহূর্তে যদি জানতে পারেন চোটের কারণে দলের কোনও গুরুত্বপূর্ণ খেলোয়াড় খেলছেন না, সেক্ষেত্রে তিনি তাঁর মতামত বদল করতে পারবেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বোনাস পয়েন্ট। প্রতিটি সঠিক উত্তরের সঙ্গে উত্তরদাতারা ৩০ বোনাস পয়েন্ট সংগ্রহ করতে পারেন বলেও জানা গিয়েছে। ই-মেল অথবা সোশ্যাল সাইটসের মাধ্যমে অংশ নেওয়া যাবে এই প্রতিযোগিতায়।

Leave A Reply

Your email address will not be published.