পুরস্কারের দু’লাখ টাকায় দুস্থ যুবককে টোটো কিনে দিতে চান তৃণমূল বিধায়ক, ফের নেট পাড়ার মনজয় করলেন মনোরঞ্জন  

সারা জীবনের সাহিত্য কর্মের জন্য দিল্লির এক সাহিত্য সংস্থা লেখক তথা তৃণমূল বিধায়কক মনোরঞ্জন ব্যাপারীকে শক্তি ভাট পুরস্কার দিচ্ছে। সম্প্রতি লেখক নিজেই ফেসবুকে এ কথা জানিয়েছিলেন। পুরস্কার বাবদ তিনি দু’লাখ টাকা পাবেন। শুক্রবার ফেসবুক পোস্টে জানালেন, পুরস্কারের টাকায় তিনি কী করবেন? আর যার জেরে ফের একবার নেট পাড়ার মন জয় করে নিলেন মনোরঞ্জন ব্যাপারী। 

‘ইতিবৃত্তে চণ্ডাল জীবন’-এর লেখক জানিয়েছেন, পুরস্কারের টাকায় তাঁর বিধানসভা অঞ্চলের এক দুস্থ যুবককে তিনি টোটো কিনে দিতে চান। বিধায়কের পোস্ট থেকেই জানা যায়, বাঁশবেড়ের এক গরীব পরিবার রয়েছে। মা, ছেলে এবং অসুস্থ বাবা। ছেলে পেশায় টোটো চালক। লকডাউনে ছেলেটিকে টোটো বিক্রি করে দিতে হয়। তৃণমূল বিধায়ক আরও জানিয়েছেন, এতদিন তিনি যে টোটোটি চালাতেন সেটাই ওই যুকবকে দিয়েছিলেন চালানোর জন্য। কিন্তু তিনি নিজে মাঝে মাঝে টোটোটি ব্যহার করেন তখন ওই যুবকের অসুবিধা হত। তাই পুরস্কারের দু’লাখ টাকায় ওই যুবককে নতুন একটি টোটো কিনে দিতে চান দলিত লেখক। 

তিনি শুরু থেকেই ব্যতিক্রমী। পেট চালাতে রান্নার কাজ করেছেন, একই সঙ্গে নিজের জীবন সংগ্রাম নিয়ে লিখে গিয়েছেন একের পর এক বই। নানান মহলে সাড়া ফেলেছে তাঁর সাহিত্য। একগুচ্ছ পুরস্কারও পেয়েছেন। সেই মনোরঞ্জন ব্যাপারীই যখন তৃণমূলের টিকিটে ভোটের ময়দানে নামলেন তখনও রাজ্যবাসীর নজর করেছিলেন। রিক্সা চালিয়ে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। বিধায়ক হওয়ার পরেও তাঁর একাধিক কাজকর্মে বারবার বাকি রাজনীতিকদের থেকে নিজেকে আলাদা করেছেন। বিধায়কদের জন্য বরাদ্দ গাড়ির বদলে টোটো চালিয়েই নিজের বিধানসভা কেন্দ্র বলাগড়ে ঘুরতেন। পরে সেই টোটোই ওই দুস্থ যুবককে দিয়েছিলেন। লেখক মনোরঞ্জন ব্যাপারীর এদিনের কাজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা।   

Comments are closed.