সরকারি বাংলো ছাড়ুন, উত্তর প্রদেশের ৬ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নির্দেশ যোগী আদিত্যনাথের  

উত্তরপ্রদেশের ছ’জন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সরকারি বাংলো খালি করার নোটিশ জারি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকারের এস্টেট বিভাগ থেকে বৃহস্পতিবার এই নোটিশ জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহসহ মুলায়ম সিংহ যাদব, অখিলেশ যাদব, মায়াবতী, নারায়ণ দত্ত তিওয়ারী এবং কল্যাণ সিংহকে এই নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। খুব সম্প্রতি উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে এই প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরকারি বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধ যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীরা। আবেদনে বলা হয়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে সরকারি সম্পত্তি ব্যবহার করার অধিকার তাঁদের রয়েছে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই কাজ করছে যোগী সরকার।
২০১৬ সালে অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থাকার সময়ে  উত্তরপ্রদেশের মন্ত্রী ও প্রাক্তন মন্ত্রীদের বাসস্থান, বেতন এবং অন্যান্য সুবিধার জন্য একটি সংশোধনী এনেছিলেন। সেই ধারাকেই বেআইনি চ্যালেঞ্জ করে আদালতে যায় যোগী সরকারও। চলতি মাসের প্রথম দিকে সেই মামলার রায়ে সুপ্রিম কোর্ট অখিলেশ যাদব সরকারের করা এই আইনকে বাতিল করে দেয়। তারপরেই বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীদের ফের বাংলো ছাড়ার নোটিশ দেয় উত্তরপ্রদেশ সরকার। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনও প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকারি বাংলো আটকে রাখতে  পারেন না। যদিও পদমর্যাদা অনুসারে তাঁদের জন্য নির্দিষ্ট বাসস্থানের ব্যবস্থা করতে হবে বর্তমান সরকারকে।

Leave A Reply

Your email address will not be published.