আলোচনায় সমস্যা না মিটলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, রাশিয়াকে সতর্ক বার্তা জেলেনস্কির 

এবার ইউক্রেনের প্রেসিডেন্টের মুখেও শোনা গেল তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমরা সবসময় আলোচনা করতে প্রস্তুত। কিন্তু আলোচনা ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ অবধারিত। পর্যবেক্ষকদের একাংশ অনেক আগে  থেকেই দাবি করে এসেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকিয়ে রয়েছে। এবার ইউক্রেন প্রেসিডেন্টের মুখেও সেই একই কথা শোনা গেল। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও জেলেনস্কি এও বলেছেন, দু’পক্ষের আলোচনার মাধ্যমেই সমস্যা মিটবে। 

ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী এলাকাকে নিয়েও কড়া বার্তা দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়া যে দুটি এলাকাকে মদত করছেন, ইউক্রেনে কখনই তাদের স্বাধীন অঞ্চল বলে ঘোষণা করবে না। মস্কো যদি মনে করে চাপের মুখে ইউক্রেনে ওদের দাবি মেনে নেবে, তাহলে ওরা ভুল করছে। একই সঙ্গে জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ থামাতে আমি এখনও রাশিয়ার সঙ্গে কথা বলতে রাজি। পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতেও আমার আপত্তি নেই। 

উল্লেখ্য, আন্তর্জাতিক আদালতে ধাক্কা খাওয়ার পরেও পিছু হঠতে রাজি নয় রুশ সেনা। ইউক্রেনের উপর আক্রমণের ঝাঁজ বাড়িয়েই চলছে। এই আবহে একটি খবরকে কেন্দ্র করে যুদ্ধ নিয়ে আরও জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি রুশ প্রেসিডেন্ট তাঁর পরিবারকে এমন একটি জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছেন, যেখানে পরমাণু বোমাও আঘাত হানতে পারবে না। এই খবর ছড়ানোর পর, ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, পুতিন কি তবে পরমাণু যুদ্ধের জন্য আগাম প্রস্তুতি সেরে রাখছেন। 

Comments are closed.