বড়দিনে সিকিম ও দার্জিলিংয়ের কিছু উঁচু জায়গায় তুষারপাতের সম্ভাবনা, সাজো সাজো রব পাহাড়ে

দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা না থাকলেও উত্তঙ্গবঙ্গবাসীদের জন্য খুশির খবর। দার্জিলিংয়ের তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে। আর বড়দিনে সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রবিবার বড়দিন। তবুও কলকাতায় জাঁকিয়ে শীতের দেখা নেই। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।  কিন্তু ডিসেম্বর মাসের শুরু থেকে দার্জিলিংয়ে তাপমাত্রার পারদ নিম্নমুখী। ফলে ডিসেম্বরে দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া বাঙালি শীত উপভোগ করেছে। জানা গিয়েছে, দার্জিলিংয়ের কিচু উঁচু জায়গা এবং সিকিমের গ্যাংটকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। নর্থ সিকিমের লাচুন, লাচেং এবং দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাত হতে পারে৷

Comments are closed.