২৬/১১ মুম্বই হামলার ১৪ বছর, স্মরণ করে টুইট রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর

মুম্বই হামলার ১৪ বছরে টুইট করলেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। ২০০৮ সালে ২৬ নভেম্বর বাণিজ্য নগরে হামলা চালায় জঙ্গিরা। এদিন ২৬/১১-র নিহতদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। টুইট করে তিনি লেখেন, ২৬/১১ মুম্বইয়ে সন্ত্রাস হামলার দিনকে স্মরণ করে যাঁদের আমরা হারিয়েছি, তাঁদের শ্রদ্ধা জানাই। তাঁদের প্রিয়জন এবং পরিবারের সঙ্গে আমি আমার দুঃখ ভাগ করে নিচ্ছি। নিরাপত্তা কর্মীদের শ্রদ্ধা, যাঁরা বীরত্বের সঙ্গে লড়াই করেছে এবং নিজেদের কর্তব্য পালন করার জন্য সব ত্যাগ করেছে।

পিএমও-র পক্ষ থেকে টুইট করা হয়। লেখা হয়, প্রধানমন্ত্রী মুম্বইয়ের ২৬/১১-র সন্ত্রাসী হামলার সময় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

এদিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি ভিডিও করে পোস্ট করে টুইট করে লেখেন, ২৬/১১-র নিহতদের স্মরণ করে ভারতের পাশে রয়েছে বিশ্ব। এই হামলার যারা পরিকল্পনা করেছিল এবং তদারকি করেছিল তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

২০০৮ সালে ২৬ নভেম্বর বাণিজ্য নগরী মুম্বইয়ে হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা মুম্বইয়ের বিভিন্ন জায়গায় হামলা চালায়। প্রথমে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশনে হামলা চালায় তারা। এরপর এক এক করে কামা হাসপাতাল, লিওপল্ড ক্যাফে, তাজ হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট, নরিম্যান হাউসে হামলা চলে। এই হামলায় প্রাণ হারান ১৬৬ জন মানুষ। আহত হন কয়েকশো জন মানুষ। নিহতদের প্রতি ছিলেন বেশ কয়েকজন বিদেশিও।

জঙ্গিদের পাল্টা জবাবে ভারতীয় নিরাপত্তাবাহিনী ৯ জন জঙ্গিকে খতম করে। এক জঙ্গি আজমল কাসভকে গ্রেফতার করার ৪ বছর পর ফাঁসি দেওয়া হয়।

Comments are closed.