ভাদু শেখ খুনে জারি ধরপাকড়, জেলা পুলিশের জালে আরও ৩ 

তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করল বীরভূমি জেলা পুলিশ। ধৃত ৩ জনের নাম শেরা শেখ, সঞ্জু শেখ এবং রাজা শেখ। মালদহ, রামপুরহাট এবং ঝাড়খন্ড সীমানা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে ৩ জনকেই এদিন আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। 

ভাদু খুনের ঘটনায় ১০ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছিল, যার মধ্যে হানিফ শেখ নাম একজনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। সূত্রের খবর, তৃণমূল নেতা খুনের সময় সিসিটিভি ফুটেজে তিন অভিযুক্তকেই দেখা গিয়েছিল। সেই মতো গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। 

এদিকে বগটুই গণহত্যার তদন্ত সিবিআই করলেও ভাদু শেখ খুনের তদন্তভার এখনও রাজ্য পুলিশের হাতেই রয়েছে। ভাদু শেখ খুনের ঘটনার সঙ্গে যেহেতু বগটুই হত্যাকাণ্ড জড়িয়ে রয়েছে তাই তৃণমূল নেতার খুনের ঘটনারও তদন্ত করুক সিবিআই। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে সোমবার এই আবেদন করে মামলা করেছেন এই ঘটনায় জনস্বার্থ মামলাকারীরা আইনজীবীরা। তবে সেই মামলার শুনিনি এখনও হয়নি। 

প্রসঙ্গত বগটুই কাণ্ডে সিবিআইয়ের নজরে দমকলকর্মীরা। ওই অভিশপ্ত রাতে ঘটনাস্থলে যে দমকলকর্মীরা গিয়েছিলেন বুধবার তাঁদের তলব করেছে সিবিআই। সূত্রের খবর, এদিন কিছু নীচুতলার পুলিশকর্মীদেরও সিবিআইয় জিজ্ঞাসাবাদ করতে চলেছে। যদিও এই ঘটনায় সিবিআইয় এখনও কাউকে গ্রেফতার করেনি।  

  

Comments are closed.