লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে অযোধ্যায় ৪০ ফুটের বীণা, জন্মবার্ষিকীতে আবেগঘন পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

কোকিলকন্ঠী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুধবার উত্তরপ্রদেশের অযোধ্যায় একটি চকের নামকরণ হবে লতাজীর স্মরণে। এদিন লতা মঙ্গেশকরকে ৯৩ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি একথা জানান প্রধানমন্ত্রী।

কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে তার ৯৩ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর জন্য উত্তরপ্রদেশের অযোধ্যায় ১৪ টনের একটি ৪০ ফুটের বীণা স্থাপন করা হয়েছে। বিদ্যার দেবী সরস্বতী দেবীর হাতে থাকা এই বাদ্যযন্ত্রটি লতা মঙ্গেশকর চক নাম দিয়ে একটি জায়গায় স্থাপন করা হয়েছে। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই চকের উদ্বোধন করবেন। উদ্বোধনে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডিও উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে৷

অযোধ্যার ‘রাম কথা’ পার্কে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে সঙ্গীতশিল্পীর নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এই বছরের ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি। ‘পরিচয়’, ‘কোরা কাগজ’, এবং ‘লেকিন’ সিনেমায় গান করে সেরা মহিলা প্লেব্যাক গায়কের তিনটি জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। তাঁর দীর্ঘ সঙ্গীত জীবনে হিন্দি, মারাঠি, বাংলা-সহ একাধিক ভাষায় দশ হাজারের বেশি গান গেয়েছেন এই কোকিলকণ্ঠী শিল্পী।

Comments are closed.