তলে তলে বিজেপি, কংগ্রেসের হয়ে কাজ, ৫ নেতাকে বহিষ্কার মালদহ তৃণমূলের

ভোট মিটলেই যে দল শুদ্ধিকরণের পথে হাঁটবে তা আগেই বুঝিয়ে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। ভোট শেষ হতে তারই প্রতিচ্ছবি দেখা গেল।

নির্বাচনে বিজেপি, কংগ্রেসের হয়ে কাজ করার অভিযোগে মঙ্গলবার মালদহ জেলার পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল।

জেলা নেতৃত্ব সূত্রে খবর, তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন, মালদহ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধক্ষ্য চম্পা মন্ডল ও তাঁর স্বামী দ্বিজেন মন্ডল, হামিদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জুলেখা বিবি, গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েত প্রধান আমিরুল ইসলাম এবং কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রধান টিঙ্কু রহমান বিশ্বাস।

এঁদের সকলের বিরুদ্ধেই অভিযোগ একুশের নির্বাচনে তাঁরা বিজেপি এবং কংগ্রেসের হয়ে কাজ করেছেন।

মালদহ জেলা তৃণমূলের নেতৃত্ব আগেই অভিযুক্ত পাঁচ নেতার বিরুদ্ধে দলে রিপোর্ট জমা দিয়েছিলেন।

পাঁচ নেতার বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণের জন্য মঙ্গলবার কালিয়াচক ২ নম্বর ব্লকে একটি মিটিং ডাকা হয় নেতৃত্বর তরফে। ওই মিটিং থেকেই পাঁচ তৃণমূল নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

Comments are closed.