চাকরি ছেড়ে অনলাইনে ব্যবসা করে বছরে ৬৮ লক্ষ টাকা উপার্জন মহিলার, বাতলে দিলেন উপায়

চাকরি ছেড়ে অনলাইনে রিটেল ব্যবসা করে এক মহিলা বছরে আয় করছেন প্রায় ৬৮ লক্ষ টাকা। ইনস্টাগ্রামে makemoneywmark বেশ জনপ্রিয়। এই অ্যাকাউন্টে একটি ভিডিওর মাধ্যমে ওই মহিলা জানিয়েছেন, নিজের চাকরি ছেড়ে অনলাইনে ব্যবসা করে তিনি বছরে প্রায় ৬৮ লক্ষ টাকা উপার্জন করছেন। আমেরিকায় বসবাসকারী ওই মহিলা জানিয়েছেন, আমি যখন প্রথম অনলাইনে ব্যবসা শুরু করি তখন কেউ বুঝতে পারেনি এটি কী। কিন্তু এখন অনেক বেশি সংখ্যক মানুষ এর প্রতি আগ্রহ দেখাচ্ছে। এই ব্যবসায় কেউ আসতে চাইলে, সাহয্য করবেন তিনি বলে জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by mak (@makemoneywmak)

অনলাইনে ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, তাঁর অনলাইন রিটেল ব্যবসার নাম ড্রপ শিপিং। এই ব্যবসার মাধ্যমে তিনি অনলাইনে বিভিন্ন জিনিস ক্রেতাদের কাছে পৌঁছে দেন। তিনি শুধু অনলাইনে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যোগ করিয়ে দেন। ভিডিওয় মাধ্যমে তিনি জানিয়েছেন, যখন সবাই বলছিলেন অন্য কোনও চাকরি করার কথা, তখন কারোর কথা শোনেন নি তিনি। এখন সেই মহিলা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, নামী দামী হোটেলে থাকেন। সকলের কাছে তিনি প্রমাণ করে দিয়েছেন, চাকরি ছেড়ে ব্যবসা করার সিদ্ধান্ত তাঁর ভুল ছিল না।

Comments are closed.