১৫ দিনের মধ্যে মোবাইল থেকে আধার সংযোগ বিচ্ছিন্ন করার উপায় ঠিক করুক টেলিকম সংস্থাগুলি, নির্দেশ আধার কর্তৃপক্ষের

গত ২৬ সেপ্টেম্বরই শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, মোবাইল সংযোগের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয় এবং কোনও বেসরকারি সংস্থা গ্রাহকদের থেকে আধার তথ্য জানতে চাইতে পারবে না। আদালতের এই নির্দেশের প্রেক্ষিতে সোমবার দেশের সবকটি টেলিকম সার্ভিস প্রোভাইডার সংস্থাকে নোটিশ পাঠাল আধার কর্তৃপক্ষ বা ইউআইডিএআই। এয়ারটেল, জিও, ভোডাফোনের মতো দেশে মোবাইল পরিষেবা প্রদানকারী টেলিকম সংস্থাগুলিকে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে বিকল্প পন্থা ঠিক করুক সংস্থাগুলি। কী করে গ্রাহকদের আধার তথ্য সংস্থাগুলির তথ্য ভাণ্ডার থেকে বাদ দেওয়া যায় ও কী করে গ্রাহকরা ইতিমধ্যেই টেলিকম সংস্থাগুলির কাছে দিয়ে দেওয়া নিজেদের আধার তথ্য সরিয়ে নিতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে টেলিকম সংস্থাগুলিকে। এর জন্য দেওয়া হয়েছে ১৫ দিনের সময়সীমা।
গত ২৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আধারকে সাংবিধানিকভাবে বৈধতা দিলেও, স্পষ্টভাবে জানিয়ে দেয় ব্যাঙ্ক ও মোবাইল সংযোগের ক্ষেত্রে আধার নথি জমা দেওয়া বাধ্যতামূলক নয়। বেসরকারি সংস্থাগুলিও কোনওভাবেই আধার তথ্য চাইতে পারবে না, তাহলে তা হবে বেআইনি। সর্বত্র আধার বাধ্যতামূলক করে কেন্দ্র ব্যক্তি পরিসরে হাত দিতে চাইছে বলে যে অভিযোগ উঠেছিল, তার প্রেক্ষিতেই এই রায় দেয় শীর্ষ আদালত।

Comments are closed.