বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছেড়ে তৃণমূলে এসেছেন, ওঁকে কিছু বলার আগে নিজের বাড়ির লোককে বলুন; শুভেন্দুকে নিশানা অভিষেকের 

বালিগঞ্জ উপনির্বাচনে বাবুল সুপ্রিয়র প্রচারে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের একবার আক্রমণ শানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বাবুল সুপ্রিয়। তৃণমূল প্রার্থীকে পাশে নিয়ে অভিষেকের মন্তব্য, বাবুল সুপ্রিয় সাংসদ পদে ইস্তফা দিয়ে তারপর তৃণমূল যোগ দিয়েছেন। ওঁকে কিছু বলার আগে নিজের বাড়ির লোককে বলুন। বিধানসভা ভোটের আগে তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে বিজেপির মঞ্চে দেখা গিয়েছিল। তবে খাতায় কলমে তিনি এখনও তৃণমূল সাংসদ। ওয়াকিবহাল মহলের মতে এদিন ফের একবার বাবুলকে সামনে রেখে একই ইস্যুতে শুভেন্দুকে তোপ দাগলেন অভিষেক। 

এদিন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিজেপিকেও ঝাঁঝালো আক্রমণ শানিয়েছেন অভিষেক। তাঁর কথায়, হার হজম হচ্ছে না বিজেপির। তাই সিবিআই-ইডিকে লাগিয়ে নিজেদের কাজ হাসিল করতে চাইছে। সুব্রত মুখার্জিকেও সিবিআই গ্রেফতার করেছিল। অথচ তিনি এই কেন্দ্র থেকে ৭৫ হাজার ভোটে জিতেছিলেন। শুভেন্দুকে লক্ষ্য করে অভিষেকের কটাক্ষ, যাঁকে কাগজ মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে তিনি এখন বিজেপিতে গিয়ে সাধু হয়ে গিয়েছে।  সেই সঙ্গে অভিষেকের হুঙ্কার, তৃণমূলকে এভাবে দমন করা যায়নি। বুক চিতিয়ে লড়াই করে বিজেপিকে দেশ থেকে উৎখাত করে ছাড়ব। যত দিন লাগুক, ৫ অথবা ১০ বছর।  

১২ এপ্রিল বালিগঞ্জ-এ উপনির্বাচন। বাবুল সুপ্রিয়র সমর্থনে বৃহস্পতিবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিকবাজার পর্যন্ত রোড-শো করেন অভিষেক। তাঁর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা দক্ষিণ কলকাতার দায়িত্বে থাকা দেবাশীষ কুমার, মনীশ গুপ্ত প্রমুখ।  

Comments are closed.