সর্বনাশা বনধ সাধারণ মানুষ সমর্থন করেন না, তাই আজই সেতুর উদ্বোধন: অভিষেক 

বকেয়া ডিএ-এর দাবিতে সরকারি কর্মচারীদের বনধ ডাকার সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন অভিষেক ব্যানার্জি। সাফ জানিয়ে দিলেন, বনধকে তিনি সমর্থন করেন না। আর তা বোঝাতেই ১০ মার্চই নিজের লোকসভা কেন্দ্রের একটি সেতু উদ্বোধনের দিন ঠিক করেছেন বলে জানান। তাঁর কথায়, সর্বনাশা বনধকে সরমর্থন করিনা, তাই আজই সেতুর উদ্বোধন।

শুক্রবার অভিষেক ব্যানার্জি নিজের লোকসভা কেন্দ্রের বজবজের চড়িয়াল সেতু উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানেই আন্দোলনকারীদের খোঁচা দিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আজ ১০ মার্চ, একদিকে ডিএ আন্দোলনকারীরা ধর্মঘট ডেকেছেন। ডাকতেই পারেন। এটা তাঁদের মৌলিক অধিকার। কিন্তু আমি মনে করি কর্মনাশা বনধ মানুষ সমর্থন করেন না। আর তাই সেই দিনই সরকারি মঞ্চ থেকে ৫২ কোটি টাকা দিয়ে একটা ব্রিজের উদ্বোধন হল। এটাই ডায়মন্ড হারবার মডেল।” বনধের দিনও জেলা দফতরের কর্মীরা উপস্থিত থাকায় তাঁদেরকে মঞ্চ থেকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক ব্যানার্জি।

এর পাশাপাশি এদিন কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও ফের একবার সরব হয়েছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। তাঁর দাবি, কেন্দ্র রাজ্যের পাওনা ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা দেয়নি। ১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে।

Comments are closed.