গাড়ি থেকে নেমে সটান চায়ের দোকানে অভিষেক; কথা বললেন স্থানীয়দের সঙ্গে 

জনসংযোগ যাত্রায় মুর্শিদাবাদে রয়েছেন অভিষেক ব্যানার্জি। শনিবার রাণীনগর থেকে ভগবানগোলার উদ্দেশ্য যাওয়ার পথে ইসলামপুরে ভৈরব নদী পার করে আচমকাই একটি চায়ের দোকানের সামনে কনভয় থামল। তারপরে গাড়ি থেকে নেমেই সটান এক চায়ের দোকানে। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে সামনে পেয়ে ততক্ষণে ভিড় জমিয়েছে আশপাশের সাধারণ মানুষও।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতোই এদিন একবারে সাধারণ মানুষদের সঙ্গে মিশে গেলেন তৃণমূলের প্রধান সেনাপতি। চায়ের দোকানের বেঞ্চে বসেই মানুষজনের সঙ্গে কথা বললেন। আর তৃণমূল সাংসদকে এত কাছে পেয়ে বাকিরাও তখন নিজেদের অভাব অভিযোগের কথা উজাড় করে দিচ্ছেন। কেউ বলছেন, চোখের ছানি অপারেশনে সাহায্য করতে, আবার কেউ জানালেন সরকারি প্রকল্পের কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, পাচ্ছেন না। অভিষেক ব্যানার্জিও ধৈর্য সহকারে সবার কথা শুনলেন, সরকারি প্রকল্পগুলোর সুবিধে পেতে কী করণীয় তাও পরামর্শ দিলেন। সব মিলিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে কাছে পেয়ে আপ্লুত সাধারণ মানুষও।

Comments are closed.

                  ] var randomizedImage = modalData[Math.floor(Math.random() * modalData.length)]; window.onload = function () { modalImage.src = randomizedImage.imgUrl; modalLink.href = randomizedImage.link;            setTimeout(function () { document.body.appendChild(modalComponent); }, 3000) } crossButton.onclick = function (e) { e.preventDefault() document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } overlay.onclick = function(){ document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } }