অভিষেক: ৩ বছর আগে ঘর ছাড়াদের ঘরে ফেরার ডাক দিয়েছিলেন দলনেত্রী, আর আজ বহিরাগতরা বাংলা ছাড়া 

অর্জুন সিংহ তৃণমূলে ফেরার পর এই প্রথম শ্যামনগরে জনসভা করলেন অভিষেক ব্যানার্জি। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের নজর ছিল, এক সময়ের চরম প্রতিপক্ষ অর্জুন সিংহের ঘরওয়াপসির পর কী বার্তা দেন অভিষেক। আর সোমবার বক্তব্য রাখতে উঠে ৩ বছর আগে লোকসভা ভোটের ফলাফল এবং তার প্রভাবে ব্যারাকপুর অঞ্চলে তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতির কথা মনে করিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তিনি। সভায় উপস্থিত জনতার উদ্দ্যেশে অভিষেক প্রশ্ন করেন, আজ থেকে ৩ বছর আগে ৩০ জুন এখানে কী হয়েছিল মনে আছে? তারপরেই তিনি বলেন, “ আজ থেকে তিন বছর আগে লোকসভার রেজাল্ট বেরিয়েছিল। ব্যারাকপুরে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে রাস্তাতে নেমেছিলেন দলনেত্রী, আর আজ বহিরাগতরাই বাংলা ছাড়া’’। 

লোকসভা ভোটে অর্জুন সিংহ জেতার পর কার্যত উত্তাল হয়ে উঠেছিল ব্যারাকপুর শিল্পাঞ্চল। তৃণমূলের অভিযোগ, সে সময় দলের একের পর কার্যলয় দখল নিচ্ছিল বিজেপি। বহু তৃণমূল কর্মীকেও ঘরছাড়া করা হয়েছিল বলে অভিযোগ। সে সময় তৃণমূল নেত্রী নিজে ব্যারাকপুরে গিয়েছিলেন। দাঁড়িয়ে থেকে বন্ধ হয়ে যাওয়া দলীয় অফিসও খোলাতে দেখা গিয়েছিল তাঁকে। তৃণমূল নেত্রীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগানও দিতে দেখা গিয়েছিল। কিন্তু একুশের নির্বাচনের পর বাংলার রাজনীতি কার্যত ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছে। বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার এক প্রকার হিড়িক পড়ে গিয়েছে। 

এক সময়ে ব্যারাকপুরে তৃণমূলের পার্টি অফিস দখল থেকে কর্মীদের অত্যাচার করা, একাধিক অভিযোগ উঠেছিল অর্জুন সিংহের বিরুদ্ধে। বর্তমানে অর্জুন সিংহ তৃণমূল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তিন বছর আগের স্মৃতি উস্কে দিয়ে সেই ঘটনাগুলোরই যেন জবাব দিতে চাইলেন অভিষেক। 

সেই সঙ্গে এদিন অর্জুন সিংহের নাম নিয়েও অভিষেক বলেন, তিনি বুঝতে পেরেছেন বিজেপিতে যাওয়া মানে, বাংলার জন্য খাল কেটে কুমির ডেকে আনা।    

Comments are closed.