অল্প দিনেই মেঘালয়ে তৃণমূলের ১ লক্ষ সক্রিয় সদস্য তৈরি হয়েছে; অভিষেক 

বছর ঘুরলেই মেঘালয়ে বিধানসভা ভোট। উত্তর-পূর্বের রাজ্যে জমি শক্ত করতে তৎপর তৃণমূল। এবং ইতিমধ্যেই মেঘালয়ে  তৃণমূলের প্রভাব বাড়তে শুরু করছে। শুক্রবার  জনসভা থেকে এমনটাই দাবি করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তাঁর কথায়, খুব অল্প দিনের মধ্যেই মেঘালয়ে তৃণমূলের সক্রিয় সদস্য সংখ্যা বেড়ে এক লক্ষ হয়েছে। পাশাপাশি এদিন কেন্দ্রকেও একহাত নিয়েছেন অভিষেক। 

শুক্রবার মেঘালয়ের তুরায় ল কলেজের মাঠে একটি জনসভা করেন অভিষেক। সেখানেই তিনি অভিযোগ করেন, পূর্ব ও দক্ষিণ-পূর্ব চিরকালই বঞ্চিত হয়ে এসেছে। তাঁর দাবি, সঠিক নেতৃত্বের অভাবে মেঘালয় পিছিয়ে পড়ছে। আগামী দিনে মেঘালয়ের উন্নয়নই হবে তৃণমূলের একমাত্র লক্ষ্য বলে দাবি করেন অভিষেক। 

এদিন কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে অভিষেকের মন্তব্য, একমাত্র বিরোধী দল হিসেবে তৃণমূলই বিজেপির কাছে মাথা নত করেনি। দিল্লি নয় আগামীদিনে মেঘালয়ের ভূমি পুত্রই মেঘালয় শাসন করবে। এনপিপি এবং বিজেপি দুটি দল মিলেই মেঘালয়ে লুটপাট চালাচ্ছে বলে তীব্র কটাক্ষ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই সঙ্গে তাঁর আরও সংযোজন, মেঘালয়ে এত দুর্নীতি হয়েছে, অথচ এখানে কোনও কেন্দ্রীয় এজেন্সি দেখা যায়নি। 

উল্লেখ্য, বৃহস্পতিবারই মেঘালয় সফর গিয়েছেন অভিষেক ব্যানার্জি। জনসভার পাশাপাশি মেঘালয়ে দলীয় কার্যালয়েরও উদ্বোধন করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।

Comments are closed.