আগে মানুষ চুরি করলে জেলে যেত, এখন বিজেপিতে যায়! জিতেন্দ্রর ডেরায় দাঁড়িয়ে হুঙ্কার অভিষেকের

জিতেন্দ্রকে উদ্দেশ করে অভিষেকের কটাক্ষ, ওঁকে আমি বিশ্বাসঘাতক বলব না, কারণ তৃণমূল ওঁকে কোনোদিনও বিশ্বাসের যোগ্য বলেই মনে করেনি

বিজেপি যাঁকে প্রার্থী করছে তাঁকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তৃণমূলের আবর্জনা নিয়ে গিয়েছে বিজেপি। বুধবার পান্ডবেশ্বরের জনসভা থেকে সেখানকার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক ব্যানার্জি।

জিতেন্দ্রকে উদ্দেশ করে তাঁর কটাক্ষ, ওঁকে আমি বিশ্বাসঘাতক বলব না, কারণ তৃণমূল ওঁকে কোনোদিনও বিশ্বাসের যোগ্য বলেই মনে করেনি।

নির্বাচনের ঠিক মুখেই বহু টালবাহানার পর আসানসোলের প্রাক্তন মেয়র তথা তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারী বিজেপিতে যোগ দেন।

কয়েকদিন আগে আসানসোলে জনসভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিতেন্দ্রর সমর্থনে পান্ডবেশ্বরে জনসভা করেন অমিত শাহও। অভিষেক বলেন, জিতেন্দ্র তিওয়ারীকে পাশে বসিয়ে বিজেপি নেতারা বলছেন বাংলায় কয়লা মাফিয়ারাজ বন্ধ করবে বিজেপি, ভাবতে পারেন?

এদিন জনসভা থেকে মুকুল রায়, শুভেন্দু অধিকারীকেও একযোগে আক্রমণ শানান তিনি। তৃণমূল সাংসদের কথায়, বিজেপি শুভেন্দু, মুকুলকে দলে নিয়ে বলছে বাংলায় তারা ক্ষমতায় এসে নারদ, চিটফান্ড কাণ্ডের তদন্ত হবে। তাঁর টিপ্পনি, আগে মানুষ চুরি করলে জেলে যেত, এখন বিজেপিতে যায়!

বুধবারের সভাতে করোনা নিয়েও বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, গুজরাট, মধ্যেপ্রদেশে কোরোনার দ্বিতীয় ওয়েভে কী হচ্ছে দেখছেন তো! শ্মশানে মৃত্যু মিছিল, হাসপাতালে অ্যাম্বুলেন্সের লাইন।

[আরও পড়ুন- ফর্ম সাময়িক ক্লাস চিরস্থায়ী! কৃষ্ণনগর উত্তরের ঘূর্ণি পিচে মুকুলের নিজেকে ফিরে পাওয়ার লড়াই]

অভিষেকের অভিযোগ, বিজেপি ক্ষমতায় থেকে শুধুমাত্র মন্দির, মসজিদের রাজনীতি করেছে। তাঁর দাবি, বাংলা বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির দিক থেকে অনেক এগিয়ে।

এদিনের ভাষণে শীতলকুচির ঘটনার কথাও ফের একবার উঠে আসে অভিষেকের গলায়। তিনি বলেন বাঙালির রক্ত ঝরিয়ে বিজেপি বাংলা দখল করতে চাইছে। ফের একবার দাবি করেন, কেন্দ্রের নেতাদের নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী শীতলকুচিতে গুলি চালিয়ে গণহত্যা করেছে।

Comments are closed.