ফের ৩ দিনের গোয়া সফরে অভিষেক ব্যানার্জি, যোগদান সহ রয়েছে একাধিক কর্মসূচি 

আগামী বছরের শুরুতেই সৈকত শহরে বিধানসভা নির্বাচন। যার জেরে গোয়ায় নিজেদের ছাপ ফেলতে মরিয়া ঘাসফুল শিবির। সেই লক্ষ্যে মঙ্গলবার রাতে ফের গোয়া উড়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তৃণমূল সূত্রে খবর, ৩ দিন গোয়া সফর শেষে ৩০ ডিসেম্বর কলকাতায় ফিরবেন অভিষেক। 

বুধবার দিনের শুরুতে রুদ্রেশ্বর মন্দিরে পুজো দেন অভিষেক। এদিন তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিতে পারেন গোয়ার বেশ কয়েকজন হেভিওয়েট রাজনীতিক। সেই সঙ্গে গোয়ার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন ডায়মন্ডহারবারের সাংসদ।

আর কয়েকমাস পরেই গোয়ায় বিধানসভা ভোট। সৈকত শহর দখলের উদ্দেশ্যে ঝাঁপিয়েছে তৃণমূল। বিধানসভা ভোটের পাশাপাশি জাতীয় রাজনীতির ক্ষেত্রেও তৃণমূলের কাছে গোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই সেখানে দু’বার গিয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো সহ গোয়ার একাধিক প্রভাবশালী রাজনীতিক তৃণমূলে যোগ দিয়েছেন। অভিষেকের সফরে তৃণমূল নতুন কী চমক দেয়, এখন সেদিকেই তাকিয়ে দেশের রাজনৈতিক মহল।  

Comments are closed.