পার্থ-সুব্রতদের পর অভিষেক গেলেন সুদীপের বাড়ি, কাল দেখা করতে যাবেন সৌগত রায়ের বাড়ি

নতুন দায়িত্ব পেয়ে রবিবার দলের তিন বর্ষীয়ান নেতার বাড়ি গিয়েছিলেন আশীর্বাদ নিতে। সোমবার সাংবাদিক সম্মেলন থেকে অভিষেক ব্যানার্জি জানান, আরেক সিনিয়র নেতা তথা সাংসদ সুদীপ ব্যানার্জির বাড়ি যাবেন। মঙ্গলবার যাবেন সৌগত রায়ের বাড়ি।

সেই মত সাংবাদিক বৈঠক শেষে সুদীপ ব্যানার্জির বাড়ি পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।

সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন আগামী এক মাসের মধ্যেই সর্বভারতীয় স্তরে তৃণমূলের পরিকল্পনা প্রকাশ করবেন তাঁরা। রাজ্যের বাইরে সংগঠন বিস্তার করে ২০২৪ এ বিজেপির বিরুদ্ধে প্রধান বিরোধী শক্তি হিসেবে লড়াইয়ে ঝাঁপানোই এখন অভিষেক ব্যানার্জির মূল লক্ষ্য।

লোকসভায় সুদীপ ব্যানার্জির অভিজ্ঞতা দীর্ঘদিনের। সংসদে তিনি তৃণমূলকে নেতৃত্ব দেন। পর্যবেক্ষকদের মত, জাতীয় স্তরে লড়াইয়ের ক্ষেত্রে সুদীপ ব্যানার্জির মত পোড়খাওয়া রাজনীতিকদের পরামর্শ বিশেষ গুরুত্বপূর্ণ। সোমবার সাংবাদিক বৈঠক থেকে অভিষেক জানিয়েছিলেন দলের সিনিয়রদের পরামর্শ নিয়ে সর্বভারতীয় স্তরে সংগঠন বিস্তারের কাজ করবে তৃণমূল।

Comments are closed.