কমনওয়েলথে সোনা জয় বাংলার অচিন্ত্যর; ট্যুইটে শুভেচ্ছা মোদী-মমতার 

কমনওয়েলথ গেমসে ভারতকে তৃতীয় সোনা এনে দিলেন এক বাঙালি। অচিন্ত্য শিউলি। পুরুষদের ভারোত্তোলন ৭৩ কেজি বিভাগে কমনওয়েলথে সোনা জিতেছেন তিনি। অচিন্ত্যের সাফল্যে বাংলা সহ গোটা দেশ গর্বিত। ট্যুইটে তাঁকে শুভেচছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। 

স্ন্যাচ ইভেন্টে ১৩৭ কেজির সোনা তোলেন অচিন্ত্য। এরপর দ্বিতীয়বার ১৪০ এবং তৃতীয় বার ১৪৩ কেজি। ক্লিন এন্ড জার্ক বিভাগে তৃতীয় প্রচেষ্টাতেই ১৭০ কেজি ওজন তুলতে সক্ষম হন অচিন্ত্য। সর্বমোট ৩১৩ কেজি ওজন তুলে রূপকথা গড়লেন হাওড়ার দেউলপুরের বাসিন্দা অচিন্ত্য শিউলি। 

তাঁর সাফল্যে উচ্ছাসিত হয়ে ট্যুইটে শুভেচছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুভেচছা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁকে বলেন, আশা করি এবার একটা সিনেমা দেখতে পাবে। প্রসঙ্গত, কমনওয়েলথে অংশগ্রহণ-এর সময় অচিন্ত্যর সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। ওই কথাবার্তায় অচিন্ত্য জানিয়েছিলেন, তিনি সিনেমা দেখতে ভালোবাসেন, তবে সেই সময়টা এখন পাচ্ছেন না। যা শুনে সে সময় প্রধানমন্ত্রী হেসে ফেলেছিলেন। এদিন সেই স্মৃতিকেই ফিরিয়ে এনেছেন মোদী। 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ট্যুইটে জানিয়েছেন, বাংলার যুবক অচিন্ত্যর জন্য আমি গর্বিত। ওঁকে অনেক অনেক অভিনন্দন। অচিন্ত্যর সাফল্য দেশের আরও অনেককে অনুপ্রাণিত করবে। 

অচিন্ত্যর সাফল্যে খুশির হওয়া হাওড়ার দেউলপুরেও। উল্লেখ্য এর আগেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের জন্য সোনা জিতেছেন অচিন্ত্য। কমনওয়েলথ ভারোত্তোলক চ‌্যাম্পিয়নশিপে ২০১৯ ও ২০২১ সালে সোনা জিতেছিলেন তিনি।

Comments are closed.