প্রাণ আগে না নির্বাচন? একান্তই করাতে হলে ভোট হোক রমজানের পর, কমিশনকে চিঠি অধীরের

ভোট স্থগিত করার আবেদন করলেন অধীর

ইতিমধ্যেই রাজ্যে করোনা দ্বিতীয় ঢেউ আঁচড়ে পড়েছে। লাগামছাড়া সংক্রমণ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। তৃণমূল নেত্রী মমতা‌ ব্যানার্জির পর এবার কমিশনে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
চিঠিতে করোনা নিয়ে তাঁর উদ্বেগের কথা লেখেন। তাঁর প্রশ্ন, কোডিভ পরিস্থিতিতে কোনটা জরুরি সাধারণ মানুষের জীবন না, নির্বাচন?

দেশে হুহু করে করোনা সংক্রমণ বাড়ছে। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। চিঠিতে উল্লেখ করেন, মুর্শিদাবাদে করোনায় মৃত্যু হওয়া দুই প্রার্থীর কথা। কমিশনকে তাঁর আর্জি, আমি প্রার্থনা করছি, যদি নির্বাচন একান্তই সম্পন্ন করতে হয় তাহলে রমজান শেষ হওয়ার পরে সেটা হোক।

পঞ্চম দফার ভোটের আগে নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিল। সেখানে তৃণমূলের তরফ থেকে আর্জি ছিল, বাকি তিন দফার ভোট যাতে একদিনে করান হয়। প্রস্তাব খারিজ করে দেয় কমিশন। এবার অধীর চৌধুরী কমিশনের কাছে সরাসরি প্রশ্ন তুললেন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ভোট না মানুষের প্রাণ বাঁচানো?

Comments are closed.