ED দফতর থেকে বেরিয়ে অমিত শাহকে তোপ; ‘দিল্লির জল্লাদের কাছে মাথা নত করব না’ হুঙ্কার অভিষেকের 

পৌনে ১১ নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন। যখন বেরোলেন ঘড়ির কাঁটায় ৫.৪০। এদিন অভিষেক ব্যানার্জি বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝাঁজাল ভাষায় আক্রমণ শানালেন অমিত শাহকে। সেই সঙ্গে জানিয়ে দিলেন, ইডি যতবার তাঁকে ডাকবে, তিনি হাজির হবেন। এজেন্সি দিয়ে তাঁকে থামানো যাবে না। পাশপাশি ইডির কলকাতায় এসে জিজ্ঞাসাবাদকেও নৈতিক জয় বলে আখ্যা দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। 

অমিত শাহের নাম না নিয়ে এদিন অভিষেক বলেন, “কেউ যদি ভাবে কারও ছেলেকে আমি আক্রমণ করেছি বলে সিবিআই, ইডির জুজু দেখানো হচ্ছে। দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে মাথানত করব না। সারা ভারতের লোককে জাতীয়তাবাদ, দেশপ্রেম শেখাচ্ছেন। গরিব মানুষদের হর ঘর তেরঙ্গা বলছেন। নিজের ছেলেকে আগে দেশপ্রেম, জাতীয়তাবাদ শেখান। তারপর অন্যকে শেখাবেন।” 

সেই সঙ্গে এদিন অভিষেক আরও বলেন, আমায় এর আগে যতবার তলব করেছে গিয়েছি। আমার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে। ফলাফল শূন্য। লিখিত বয়ান দিয়েছি, আমি সহযোগিতা করতে প্রস্তুত। 

উল্লেখ্য, এদিনও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে ইডি কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। আগামী সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ফের মামলার শুনানির রয়েছে। 

 

Comments are closed.