২০৩৬-এ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অভিষেক, হ্যাট্রিকের বর্ষপূর্তিতে দাবি  কুণাল ঘোষের 

মমতা ব্যানার্জির পর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন অভিষেক ব্যানার্জি। সোমবার একটি ফেসবুক পোস্টে এমনটাই দাবি করলেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর পোস্ট ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। তৃতীয়বার ক্ষমতায় ফেরার বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে একটি দীর্ঘ ফেসবুক পোস্ট করেছেন কুণাল ঘোষ। ওই পোস্টেই শেষের দিকে তিনি লেখেন, ‘২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। মুখ্যমন্ত্রীত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি’ সেই সঙ্গে তৃণমূলের মুখপাত্র এও বলেছেন, ‘২০৩৬-এর মধ্যে যদি দিল্লির এবং দেশের দায়িত্ব নিয়ে তাহলে পরিস্থিতি আরেকরকম তো হবেই’। 

ওই পোস্টেই বিরোধীদেরও তীব্র কটাক্ষ করেছেন কুণাল। লিখেছেন, ‘ফেসবুক, ট্যুইটার একদিন বন্ধ থাকলে বিরোধী দলগুলো উঠে যাবে। ওদের সংগঠন, জনসংযোগ নেই। মিডিয়ার একাংশ আর সোশ্যাল মিডিয়া ওদের ভরসা।’ 

সেই সঙ্গে ২০২১ এর জয় প্রসঙ্গে কুণাল লেখেন, ২০২১-এর লড়াই তৃণমূলকে অনেক পরিণত করেছে। বিপদ বুঝিয়েছে। আত্মবিশ্বাস বাড়িয়েছে।’ একই সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দ্যেশে তৃণমূল মুখপাত্রের ইঙ্গিতপূর্ণ বার্তা, ‘সতর্ক থাকুন, চারপাশে কারা আসছে, তারা কী চায়। এই সতর্কতার ছাঁকুনি যে কোনও ক্ষমতাসীন দলে জরুরি। তৃণমূলেও জরুরি।’   

     

Comments are closed.