সিআরপিএফ কনভয়ে ভয়াবহ জঙ্গি হানার রেশ কাটতে না কাটতেই এবার সংঘর্ষ পুলওয়ামাতে। রবিবার রাত থেকে শুরু হওয়া জঙ্গি-সেনা সংঘর্ষে মৃত্যু হল এক মেজরসহ চার সেনার।
সূত্রের খবর, রবিবার রাত থেকে জঙ্গিদের খোঁজে সেনা, সিআরপিএফ এবং পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলওয়ামা জেলার বিভিন্ন জায়গায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গিদের সঙ্গে ৫৫ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের দীর্ঘক্ষণ গুলি বিনিময় হয়। তাতে একজন মেজর এবং তিন জওয়ানের মৃত্যু হয়েছে। এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
Comments