১০ মাসে ৫ বার, ফের রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক, সস্তা হতে পারে ঋণ

ফের রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন ৬ সদস্যের মনিটরি পলিসি কমিটি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.১৫ শতাংশ করল। এই নিয়ে চলতি বছরে পঞ্চমবার রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ফলে সস্তা হতে পারে ঋণ। বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে হারে আরবিআই ঋণ দেয় তাই হল রেপো রেট। রেপো রেট কমলে কর্পোরেট ব্যাঙ্কগুলির ঋণদাণের ক্ষমতা বাড়বে। আর্থিক বৃদ্ধিতে গতি আনা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং শিল্পক্ষেত্রে মন্দা কাটাতে আরবিআইয়ের এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শুক্রবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর আগে গত অগাস্টেই ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছিল আরবিআই।
কিছুদিন আগেই কর্পোরেট ট্যাক্সে ব্যাপক হারে ছাড়ের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাতে সাময়িকভাবে শেয়ার বাজার চাঙ্গা হয়েছিল। কিন্তু সৌদি আরামকোয় জঙ্গি হামলার পর বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়া, দেশের প্রথম সারির শিল্পগুলিতে নজিরবিহীন মন্দার কোপ, মুদ্রাস্ফীতি- এই সব দিক খেয়াল করেই ফের রেপো রেট কমাল আরবিআই।

Comments are closed.