বিমানে মোবাইল ব্যবহারে উঠল নিষেধাজ্ঞা

দেশে ও বিদেশে বিমানযাত্রার সময় মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে এতদিন যে নিষেধাজ্ঞা ছিল,মঙ্গলবার তা প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় টেলিকম কমিশন। পাশাপাশি এইদিন টেলিফোনে ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত ট্রাই’য়ের সুপারিশগুলিও অনুমোদন দিল কমিশন। টেলিকম কমিশনের সচিব অরুনা সুন্দরারাজন জানিয়েছেন, অনুমোদিত আরও একটি প্রস্তাব ট্রাইয়ের অধীনে আনা হবে এবং ট্রাই আইনের সংশোধন করা হবে। এর ফলে,এবার থেকে বিদেশি বিমান সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় ভারসাম্য আসবে দেশীয় বিমান সংস্থাগুলির। এই কারণে দেশে বিমান পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার কর্তারা এই উদ্যেগকে স্বাগত জানিয়েছেন। এতদিন নিরাপত্তার কারণে বিমান যাত্রীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের বিমান সংস্থার বিমানেই যাত্রীদের জন্য ‘ওয়াই-ফাই’ এর ব্যবস্থা রয়েছে। সেখানে পিছিয়ে ছিল ভারত। এই সিদ্ধান্তের ফলে দেশে বিমান যাত্রীরা এখন বিশেষ সুবিধে পেতে চলেছেন।

Leave A Reply

Your email address will not be published.