দিল্লির শ্রীরাম কলেজের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েও বক্তা তালিকা থেকে বাদ দেওয়া হল অলোক ভার্মার নাম

দিল্লির শ্রীরাম কলেজ অব কমার্সের একটি অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েও শেষ মুহূর্তে বক্তা তালিকা দিল বাদ দিল প্রাক্তন সিবিআই প্রধান অলোক ভার্মার।
বৃহস্পতিবার থেকে ৩ দিন ধরে চলা শ্রীরাম কলেজ অব কমার্সের বিজনেস কনক্লেভে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল প্রাক্তন সিবিআই অধিকর্তাকে। গত ৯ ই জানুয়ারি তাঁকে আমন্ত্রণ করে কলেজ কর্তৃপক্ষ। আর তার ঠিক পর দিনই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল সিবিআই প্রধানের পদ থেকে। ওই অনুষ্ঠানের এক সংগঠকের কথায়, সিবিআই অধিকর্তার পদ থেকে অপসারণের আগেই অলোক ভার্মাকে আমন্ত্রণপত্র পাঠানো হয়। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত এই অনুষ্ঠানে যোগ দেবেন কিনা এবিষয়ে নিশ্চিত করেননি তিনি। তারপরই বক্তা তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়।
উল্লেখ্য, শ্রীরাম কলেজ অব কমার্সের এই অনুষ্ঠানে প্রতিবারই দেশের উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন।
২০১৩ সালে নরেন্দ্র মোদী আমন্ত্রিত ছিলেন। এবছর তিন দিনের এই অনুষ্ঠানে শুক্রবার যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং শনিবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণের উপস্থিত থাকার কথা রয়েছে।

Comments are closed.