২০১৯ সালে বিজেপিকে জেতান, সব অনুপ্রবেশকারীকে দেশছাড়া করবঃ অমিত শাহ

‘কাশ্মীর থেকে কন্যাকুমারী, কলকাতা থেকে কচ্ছ, এক একজন অনুপ্রবেশকারীকে দেশ থেকে বের করব’, রাজস্থানের নির্বাচনী জনসভায় এই ভাষাতেই অসমের এনআরসি প্রসঙ্গ টেনে বিরোধীদের আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজস্তানের ভোটের ঠিক এক সপ্তাহ আগে শুক্রবার সেখানে জনসভায় অমিতের বক্তব্য, রাজস্থান বিধানসভায় আর ২০১৯ লোকসভা নির্বাচনে গোটা দেশে বিজেপিকে জেতান। তারপর বেছে বেছে অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে।
অসমে এনআরসি নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তাঁর দলের ভূমিকার কড়া সমালোচনা করে অমিত শাহ বলেন, ‘কাশ্মীর থেকে কন্যাকুমারী, কলকাতা থেকে কচ্ছ পর্যন্ত অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশছাড়া করবে বিজেপি। কংগ্রেস সারা জীবন বেআইনি অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনীতি করেছে।’
অসমে ৪০ লক্ষ মানুষের নাগরিকপঞ্জিতে নাম না থাকায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিরোধী দলগুলি কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছিল। সেই অনুপ্রবেশ ইস্যুতে আগের কংগ্রেস সরকারকে দায়ী করেছেন অমিত শাহ। সভায় জড়ো হওয়া মানুষের দিকে প্রশ্ন ছুঁড়ে অমিত জানতে চান, অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা উচিত কি না।

Comments are closed.