মেসিকে অভিনব সম্মান দেওয়ার সিদ্ধান্ত দেশের, আর্জেন্টিনার টাকাতেও থাকবে LM-10’র ছবি 

তিন দিন কেটে গিয়েছে। এখনও উৎসব চলছে আর্জেন্টিনায়। দীর্ঘ ৩৬ বছর পর দেশের মাটিতে বিশ্বকাপ এসেছে বলে কথা। দুনিয়ার নানান প্রান্ত থেকে মেসিদের জন্য শুভেচ্ছা বার্তা আসছে। উদযাপনের মুহূর্তের মধ্যে ফুটবলের জাদুকরকে বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা। সম্প্রতি সেই দেশের অর্থমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, আর্জেন্টিনার টাকাতেও এবার মেসির ছবি রাখা হবে। শুধু এলএম টেনই নয়, বিশ্বকাপ হাতে দলের উদযাপনের একটি ছবি রাখা হবে টাকার অপর প্রান্তে। সম্প্রতি দেশের সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে এমনটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারি কোচ লিওনেল স্কালোনিরও নাম থাকবে সেই বিশেষ নোটে। 

এর আগে ১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের সময়েও বাজারে বিশেষ নোট এনেছিল সেই দেশের সরকার। তবে আর্জেন্টিনার সব টাকাতেই যে মেসিদের ছবি থাকবে এমনটা নয়। জানা গিয়েছে, শুধু মাত্র ১ হাজার টাকার নোটেই এই ছবি ছাপার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 দীর্ঘ ফুটবল জীবনে প্রায় সব শীর্ষ সম্মানই তাঁর ঝুলিতে। না পাওয়ার তালিকায় ছিল বিশ্বকাপ। রবিবার কাতারে সেই স্বপ্নও সত্যি করেছেন আধুনিক ফুটবলের জাদুকর। তিনি ক্লাব ফুটবলে যেভাবে খেলেন, দেশের জার্সিতে মেসিকে তেমনটা খেলতে দেখা যায়না। তাঁর বিরুদ্ধে এমন একটা ‘বদনাম’ও ছিল। কিন্তু ফুটবল বিশেষজ্ঞদের মতে, কাতার বিশ্বকাপে নিজেকেও যেন ছাপিয়ে গিয়েছেন ৩৫ বছরের লিও। দেশের জার্সিতে একগুচ্ছ রেকর্ডও তৈরি করেছেন। পেয়েছেন সেরা খেলোয়াড়ের তকমাও। এতকিছুর পরেও দেশের মুদ্রায় ছবি নিঃসন্দেহে মেসির মুকুটে আরও একটি নয়া পালক।   

Comments are closed.