প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতলেন অসমের হিমা দাস, দেখুন দৌড়ের ভিডিও

ফিনল্যান্ডে অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলিট ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতলেন অসমের নওগাঁ জেলার ধিং গ্রামের হিমা দাস। হিমার আগে কোনও ভারতীয়  অ্যাথলিট ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জেতেননি। হিমার এই সাফল্যে উচ্ছ্বসিত সারা দেশ। আপাতত সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ক্রীড়া ও বিনোদন জগতের  সেলিব্রেটিরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এই ভারতীয় দৌড়বিদকে।
৪০০ মিটার দৌড় শেষ করতে এই স্প্রিন্টার সময় নিয়েছেন মাত্র ৫১.৪৬ সেকেন্ড। প্রথমদিকে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ ৮০ মিটারে হিমা পিছনে ফেলে দেন বাকি প্রতিযোগীদের। সামনেই এশিয়াড, তাই ১৯ বছরের এই অ্যাথলিটকে নিয়ে ইতিমধ্যেই স্বপ্ন দেখতে শুরু করেছেন ক্রীড়াবিদরা।

Leave A Reply

Your email address will not be published.