সরকারি মাদ্রাসা, সংস্কৃত টোল বন্ধের সিদ্ধান্তে সিলমোহর অসম মন্ত্রিসভার

সরকারি অর্থে চলা মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করার সরকারি ফরমানে সিলমোহর দিল অসম সরকার। রবিবার অসম মন্ত্রিসভা প্রস্তাবে সম্মতি জানিয়েছে। বিধানসভার শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ করা হবে বলে জানিয়েছেন অসমের পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। 

সরকারি অর্থে চলা রাজ্যের সবকটি মাদ্রাসা ও সংস্কৃত টোল তুলে দিচ্ছে অসম।এর আগে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন, মাদ্রাসা ও সংস্কৃত টোল তুলে দেওয়া হবে। সেই মতো প্রস্তাব যায় মন্ত্রিসভায়। রবিবার সেই প্রস্তাব মেনে নিয়ে তাতে সিলমোহর দিয়েছে অসমের বিজেপি সরকার। এবার বিল আকারে তা পেশ করা হবে বিধানসভার শীতকালীন অধিবেশনে। ২৮ ডিসেম্বর থেকে অসম বিধাসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেখানেই পুরনো আইন বাতিল করে নতুন বিধি নির্দেশ ঠিক হবে। 

শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছিলেন, অসমে ৬১০ টি সরকার পোষিত মাদ্রাসা আছে। যার পিছনে প্রতি বছর ২৬০ কোটি টাকা খরচ হয় অসম সরকারের।

Comments are closed.