অভিষেক ব্যানার্জিকে ফের তলব ইডির

অভিষেক ব্যানার্জিকে ফের তলব ইডির। ২১ সেপ্টেম্বর দিল্লির সদর দফতরে তলব করেছে ইডি। এই নিয়ে তাঁকে তৃতীয়বার সমন পাঠালো ইডি। কয়লাপাচার কাণ্ডে এরআগে প্রথমবার তাঁকে ৯ ঘন্টা জিজ্ঞেসাবাদ করে ইডি। দ্বিতীয়বার ফের তলব করা হয় তৃণমূলের সর্বভারতীয় সভাপতিকে। কিন্তু একদিনের নোটিশে তিনি দিল্লি যেতে পারবেন না বলে জানিয়েছিলেন। তাই তৃতীয়বার তাঁকে তলব করল ইডি।

ভবানীপুরের উপনির্বাচন উপলক্ষ্যে চেতলায় কর্মিসভায় মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, ভোটে দিন ঘোষণা হতেই ইডি, সিবিআইকে ব্যবহার করছে বিজেপি। অভিষেক ব্যানার্জির ওপর কোনওরকম আক্রমণ তিনি মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এমনকি কলকাতার মামলা দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কেন বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Comments are closed.