শেষ আর্থিক বছরে দায়ের হয়েছে ৬,৮০১ টি ব্যাঙ্ক জালিয়াতির মামলা। নজিরবিহীনভাবে মোট প্রতারণার পরিমাণ ছুঁয়েছে ৭১,৫৪২.৯৩ কোটি টাকা। একটি আরটিআইয়ের উত্তরে জানালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
নীরব মোদি, মেহুল চোকসি বা বিজয় মালিয়ার বিরুদ্ধে যখন কোটি কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে মামলা চলছে, তখনই প্রকাশ্যে এল একটি চাঞ্চল্যকর তথ্য। ২০১৮-১৯ সালে ৬,৮০০ র বেশি ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ পাওয়া গিয়েছে, যার মোট মূল্য ৭১,৫৪২.৯৩ কোটি টাকা, এক আরটিআইয়ের উত্তরে এমনই তথ্য জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যা সর্বকালীন রেকর্ড বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। তার আগের বছর অর্থাৎ ২০১৭-১৮ আর্থিক বছরে ৫,৯১৬ টি ঋণ খেলাপির মামলা নথিভুক্ত হয়েছিল। তাতে যুক্ত ছিল মোট ৪১১৬৭.০৩ কোটি টাকা। আরবিআইয়ের দেওয়া হিসেব অনুযায়ী, এবছর ব্যাঙ্ক প্রতারণার পরিমাণ এক ধাক্কায় বেড়েছে অনেকটাই।
সংবাদ সংস্থা পিটিআইয়ের এক সাংবাদিকের করা আরটিআইয়ের প্রেক্ষিতে একথা জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঋণ খেলাপির মামলাগুলির প্রেক্ষিতে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন (সিভিসি) দেশের সবচেয়ে বড় ১০০ টি ব্যাঙ্ক প্রতারণার মামলার একটি তালিকা তৈরি করেছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ঋণ খেলাপির অভিযোগে বিভিন্ন ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে যেসব ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান ও তদন্তকারী সংস্থা ফৌজদারি মামলা দায়ের করেছে, শুধুমাত্র সেই তথ্যই রয়েছে আরবিআইয়ের কাছে। এইসব মামলায় কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সে সম্পর্কেও নির্দিষ্ট কোনও তথ্য নেই বলে আরটিআইয়ে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
Comments are closed.