দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট আপাতত স্থগিত, কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত

কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে আলোচনা ফলপ্রসূ। এই প্রেক্ষিতে ২৬ ও ২৭ শে সেপ্টেম্বর দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট আপাতত স্থগিত রাখার কথা জানালো দেশের ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলো।

মূলত ব্যাঙ্ক সংযুক্তিকরণ সহ একাধিক দাবিতে আগামী ২৬ ও ২৭ শে সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ৪ টি ব্যাঙ্ক আধিকারিকদের সংগঠন। সোমবার ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়নগুলোর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় অর্থ সচিব রাজীব কুমার। সূত্রের খবর, ব্যাঙ্ক সংযুক্তিকরণের বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হবে। সেই কমিটি সংযুক্তিকরণের পুরো বিষয়টি খতিয়ে দেখবে বলে প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থ সচিব। পাশাপাশি মজুরি বৃদ্ধি সহ আরও একাধিক দাবিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজীব কুমার, বলে ইউনিয়ন সূত্রে খবর। কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলো এরপরই প্রস্তাবিত দুদিনের ধর্মঘট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। ঘোষণা করা হয়, আগামী ২৬ ও ২৭ শে সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না।

Comments are closed.