আজ সাদার্নের বিরুদ্ধে কাল‌ নামছে মোহনবাগান, জিতলে খাতায়-কলমে লিগের দরজা খোলা থাকবে

মহামেডান স্পোর্টিং-এর কাছে হারের পর কার্যত কলকাতা লিগের বাইরে মোহনবাগান। এই সত্যিটা কোচ থেকে সমর্থক, সবাই প্রায় মেনেই নিয়েছে। কিন্তু বেশ কয়েকটা ‘যদি’ আর কঠিন অঙ্ক বলছে, একটা শেষ সুযোগ এখনও রয়েছে সবুজ-মেরুন শিবিরে। স্প্যানিশ কোচ কিবু ভিকুনা বাকি দুটো ম্যাচের জন্য বিশেষ নজর দিচ্ছেন দলের উন্নতিতে। মঙ্গলবার, দুপুর আড়াইটের সময় ঘরের মাঠে সাদার্নের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। সাদার্নের কাছে এদিনের ম্যাচটি মরণ-বাঁচন লড়াই। গত বছরই মোহনবাগান জার্সিতে অবসর নিয়েছেন মেহতাব হোসেন। বর্তমানে তিনিই সাদার্ন-এর কোচ। প্রশ্নের উত্তরে তিনি জানালেন, গতবছর কী হয়েছে মনে রাখতে চাই না। এখন আমাদের একটাই লক্ষ্য, এই ম্যাচে পয়েন্ট আদায়। অবনমন বাঁচাতে এখন আমাদের দুই ম্যাচে তিন পয়েন্ট চাই। তাঁর কথায় এটা খুব পরিষ্কার যে মোহনবাগানের বিরুদ্ধে জয়ই দলের লক্ষ্য।
অন্যদিকে স্প্যানিশ কোচ কিবু ভিকুনা দলের মধ্যে বেশ কিছু পরিবর্তন ঘটাতে পারেন। অনুশীলনে সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে পরীক্ষা করে নিলেন তিনি। কিবু বললেন, সাদার্ন এর বিরুদ্ধে আমাদের জিততেই হবে। তাই দলে পরিবর্তন আনার চেষ্টা করব। নতুন স্প্যানিশ মিডফিল্ডার জুলেনের অভিষেক নিয়ে জল্পনার উত্তরে কিবু বলেছেন, সাইরাস খেলার মধ্যে থাকলেও, মে-জুনের পর জুলেন খেলেনি। মাত্র এক সপ্তাহ প্র্যাকটিস করেছে এখানে এসে। তাই ওকে খেলানোর বিষয়ে সবার সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেব। সূত্রের খবর, রিজার্ভ বেঞ্চে থাকছেন জুলেন। কিবু আরও বলছেন, সাদার্ন লিগ টেবিলের তলার দিকে থাকলেও বেশ লড়াকু দল। মাঝমাঠে সিরিয়ান ফুটবলার আমনা এবারের কলকাতা লিগের অন্যতম সেরা। তাই এই ম্যাচটিও সহজ হবে না। প্রতিপক্ষকে হাল্কাভাবে নেওয়ার ভুল করবেন না কিবু একথা একেবারেই স্পষ্ট।

Comments are closed.