অন্যদিকে স্প্যানিশ কোচ কিবু ভিকুনা দলের মধ্যে বেশ কিছু পরিবর্তন ঘটাতে পারেন। অনুশীলনে সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে পরীক্ষা করে নিলেন তিনি। কিবু বললেন, সাদার্ন এর বিরুদ্ধে আমাদের জিততেই হবে। তাই দলে পরিবর্তন আনার চেষ্টা করব। নতুন স্প্যানিশ মিডফিল্ডার জুলেনের অভিষেক নিয়ে জল্পনার উত্তরে কিবু বলেছেন, সাইরাস খেলার মধ্যে থাকলেও, মে-জুনের পর জুলেন খেলেনি। মাত্র এক সপ্তাহ প্র্যাকটিস করেছে এখানে এসে। তাই ওকে খেলানোর বিষয়ে সবার সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেব। সূত্রের খবর, রিজার্ভ বেঞ্চে থাকছেন জুলেন। কিবু আরও বলছেন, সাদার্ন লিগ টেবিলের তলার দিকে থাকলেও বেশ লড়াকু দল। মাঝমাঠে সিরিয়ান ফুটবলার আমনা এবারের কলকাতা লিগের অন্যতম সেরা। তাই এই ম্যাচটিও সহজ হবে না। প্রতিপক্ষকে হাল্কাভাবে নেওয়ার ভুল করবেন না কিবু একথা একেবারেই স্পষ্ট।
অন্যদিকে স্প্যানিশ কোচ কিবু ভিকুনা দলের মধ্যে বেশ কিছু পরিবর্তন ঘটাতে পারেন। অনুশীলনে সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে পরীক্ষা করে নিলেন তিনি। কিবু বললেন, সাদার্ন এর বিরুদ্ধে আমাদের জিততেই হবে। তাই দলে পরিবর্তন আনার চেষ্টা করব। নতুন স্প্যানিশ মিডফিল্ডার জুলেনের অভিষেক নিয়ে জল্পনার উত্তরে কিবু বলেছেন, সাইরাস খেলার মধ্যে থাকলেও, মে-জুনের পর জুলেন খেলেনি। মাত্র এক সপ্তাহ প্র্যাকটিস করেছে এখানে এসে। তাই ওকে খেলানোর বিষয়ে সবার সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেব। সূত্রের খবর, রিজার্ভ বেঞ্চে থাকছেন জুলেন। কিবু আরও বলছেন, সাদার্ন লিগ টেবিলের তলার দিকে থাকলেও বেশ লড়াকু দল। মাঝমাঠে সিরিয়ান ফুটবলার আমনা এবারের কলকাতা লিগের অন্যতম সেরা। তাই এই ম্যাচটিও সহজ হবে না। প্রতিপক্ষকে হাল্কাভাবে নেওয়ার ভুল করবেন না কিবু একথা একেবারেই স্পষ্ট।