ফের ধাক্কা চিদম্বরমের, জামিনের আর্জি শুনল না সুপ্রিম কোর্ট, যেতে হবে সংশ্লিষ্ট আদালতে, জানালেন বিচারপতি

সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলেন পি চিদম্বরম। দিল্লি হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। দিল্লি হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন চিদম্বরমের আইনজীবীরা। কিন্তু সোমবার সেই মামলা শুনতে রাজি হয়নি শীর্ষ আদালত। আদালত জানায়, পি চিদম্বরমকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাই আগাম জামিনের আবেদনের শুনানির যৌক্তিকতা নেই। তবে পি চিদম্বরম চাইলে সংশ্লিষ্ট আদালতে জামিনের আবেদন করতে পারেন।

বিচারপতি নির্দিষ্ট করে আদালতের নাম না বললেও, আইনজীবীদের অনুমান, পি চিদম্বরম দিল্লি হাইকোর্ট বা সিবিআই বিশেষ আদালতে জামিনের আবেদন পেশ করতে পারেন। এদিকে সোমবারই শেষ চিদম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই, বলে সূত্রের খবর।

Comments are closed.