উন্নাও নির্যাতিতার বাবাকে খুনে দোষী সাব্যস্ত বিজেপি নেতা কুলদীপ সেঙ্গার

উন্নাওকাণ্ডে নির্যাতিতার বাবাকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত বিজেপি নেতা কুলদীপ সেঙ্গার। বুধবার দিল্লির এক আদালত এই রায় দেয়।

২০১৮ সালের ৯ এপ্রিল পুলিশ হেফাজতে মৃত্যু হয় উন্নাওয়ে নির্যাতিতার বাবার। ২০১৭ সালে উত্তর প্রদেশের উন্নাও জেলায় এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করে বিজেপি নেতা কুলদীপ সেঙ্গার, তার ভাই সহ আরও অনেকে। গত বছর ২০ ডিসেম্বর আদালত তাকে অপহরণ ও ধর্ষণে দোষী সাব্যস্ত করে জেলে পাঠায়।

২০১৮ সালের ৩ এপ্রিল নির্যাতিতার বাবাকে বেধড়ক মারধর করে কুলদীপ সেঙ্গারের গুন্ডাবাহিনী। যে বাহিনীর নেতৃত্বে কুলদীপ সেঙ্গারের ভাই অতুল সিংহ। একটি গাছে বেঁধে নির্যাতিতার বাবাকে লাঠি, বেল্ট, রড দিয়ে মারধর করা হয়। পরবর্তীতে নৃশংস সেই মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এখানেই শেষ নয়, পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় নির্যাতিতার বাবাকেই। পুলিশি হেফাজতে থাকাকালীন তাঁর মৃত্যু হয়।

এই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন বিজেপি নেতা কুলদীপ সেঙ্গার ও তার ভাই অতুল সিংহ সেঙ্গার। আদালত ৪ জনকে খালাসও করেছে।

বিজেপি অবশ্য ধর্ষণের অভিযোগ ওঠার পরও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। শেষপর্যন্ত চাপের মুখে অবশ্য কুলদীপ সেঙ্গারকে বহিষ্কার করতে হয়েছে বিজেপিকে।

Comments are closed.