ফেক পোস্ট করে ধরা পড়লেন বিজেপির সম্বিত পাত্র, কংগ্রেসকে বিঁধতে গিয়ে নিজেই বিপাকে

সম্বিতের পাশাপাশি বিজেপির প্রথম সারির নেতারা একই ট্যুইট শেয়ার করেন

বৃহস্পতিবার ট্যুইটার বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের #CongressToolKit ট্যুইটটি ম্যানিপুলেটেড মিডিয়া হিসেবে চিহ্নিত করেছে। এর অর্থ, ওই ট্যুইটে এমন কিছু আছে যার সত্যাসত্য নিয়ে সংশয় রয়েছে।

গত মঙ্গলবার বিজেপি নেতা সম্বিত পাত্র নিজের ট্যুইটার হ্যান্ডেলে কংগ্রেসের বলে দাবি করে কিছু তথ্য এবং স্ক্রিনশট শেয়ার করেছিলেন। যেখানে উল্লেখ ছিল করোনা অতিমারি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা কতটা নিষ্ক্রিয় এবং কংগ্রেসের ভূমিকা কতটা সক্রিয় সে বিষয়টি। এবং কংগ্রেসকে কটাক্ষ করেন।

সম্বিতের পাশাপাশি বিজেপির প্রথম সারির নেতারা একই ট্যুইট শেয়ার করেন। তারপর জালিয়াতির অভিযোগ করে পুলিশে অভিযোগ দায়ের করে কংগ্রেস। ফেক নিউজের অভিযোগে কংগ্রেস ট্যুইটারকে চিঠি লিখে সম্বিত পাত্র, জে পি নাড্ডা, স্মৃতি ইরানির অ্যাকাউন্ট বাতিল করার দাবি জানায়।

অভিযোগের পর পদক্ষেপ করে ট্যুইটার। সম্বিত পাত্রর সেই ট্যুইটকে “Synthetic and manipulated media policy” অনুযায়ী সম্বিত পাত্রের করে ট্যুইটে ম্যানিপুলেটেড মিডিয়ার ট্যাগ বসিয়ে দেওয়া হয়। অর্থাৎ সম্বিত পাত্রর শেয়ার করা তথ্য আসলে ফেক!

রাজনৈতিক মহল বলছে, টুলকিট কাণ্ডে দিনের শেষে কংগ্রেসকে কোণঠাসা করতে গিয়ে নিজেরাই বিপাকে বিজেপি।

Comments are closed.