আইএনএক্স মামলায় চিদম্বরমের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আবেদন খারিজ

আইএনএক্স মিডিয়া মামলায় জামিন পেয়েছিলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। সেই জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সিবিআই। বৃহস্পতিবার সিবিআইয়ের রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার সিবিআইয়ের রিভিউ পিটিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি আর বানুমতি, বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্জ জানায়, প্রকাশ্য আদালতে মৌখিক শুনানির আবেদন খারিজ করা হল। আমরা রিভিউ পিটিশনটি এবং তার সঙ্গে সংযুক্ত সমস্ত নথি মনোযোগ সহকারে খতিয়ে দেখেছি। আমাদের মনে হয়েছে সিদ্ধান্তের পুনর্বিবেচনার কোনও জায়গা নেই। তাই রিভিউ পিটিশনটি খারিজ করা হল।

গত বছর ২২ অক্টোবর এই মামলায় চিদম্বরমের জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু মুক্তি পাননি চিদম্বরম। সেই সময় অপর একটি আর্থিক মামলায় কংগ্রেস নেতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে ছিলেন। ৪ ডিসেম্বর ইডির মামলাতেও চিদম্বরকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। মুক্তি পান তিনি।

Comments are closed.