সোয়া একঘন্টা জিজ্ঞাসাবাদ অভিষেকের স্ত্রীকে, করা হয়েছে বয়ান রেকর্ড
শান্তিনিকেতন থেকে মমতার বেরোনোর কিছুক্ষনের মধ্যেই সিবিআই আধিকারিকরা পৌঁছান
কয়লা পাচার কাণ্ডে মঙ্গলবার অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা। রুজিরা সোমবার সিবিআইকে চিঠি দিয়ে সকাল ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত সময় দিয়েছিলেন। সেই অনুযায়ী আজ শান্তিনিকেতন পৌঁছায় সিবিআইয়ের বিশেষ দল। প্রায় সোয়া একঘন্টা তদন্তকারীরা রুজিরাকে প্রশ্ন করেন।
[আরও পড়ুন- এখনই বিজেপিতে যোগ দিচ্ছি না বলে মমতার ছবি শেয়ার! কোন দিকে সায়নী ঘোষ?]
সূত্রের খবর তাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ড নিয়ে রুজিয়াকে প্রশ্ন করা হয়। সিবিআই সূত্রে খবর, গোয়েন্দাদের বেশিরভাগ প্রশ্নের উত্তরে রুজিরা বলেছেন তিনি এই বিষয়ে কিছু জানেন না।
জানা যাচ্ছে, অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে গোয়েন্দারা নিজাম প্যালেসে ফিরে যান। সেখানে মধ্যাহ্নভোজের পর সিবিআইয়ের আধিকারিকরা পর্যালোচনা বৈঠকে বসবেন। সূত্রের খবর, সেখানে কয়লা পাচার কাণ্ডের তদন্তের পরবর্তী কৌশল ঠিক করবেন অফিসাররা।