কয়লা পাচার কাণ্ডে কলকাতা-পুরুলিয়া সহ ৩৬ জায়গায় সিবিআই হানা, সিল লালার অফিস-বাড়ি

কয়লা পাচার কাণ্ডে রাজ্যের ৩৬ টি জায়গায় একযোগে তল্লাশি সিবিআইয়ের। সূত্রের খবর কলকাতা ছাড়া পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, রাঁচি, পাটনাতেও তল্লাশি হয়। 

কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে সপ্তাহ কয়েক আগে আয়কর দফতরের আধিকারিকরা সিআরপিএফকে নিয়ে তল্লাশি চালান। জানা যায় কয়লা পাচার কাণ্ডের কিংপিন অনুপ মাঝি ওরফে লালার নাম। তারপর থেকেই লালাকে খুঁজছে সিবিআই। 

শনিবার সিবিআই আধিকারিকরা লালার সবকটি ঠিকানায় তল্লাশি চালান। প্রথমে সিবিআই তাঁর সল্টলেকের দুটি ঠিকানায় তল্লাশি চালায়। সিআইটি রোড ও শেক্সপিয়র সরণিতে লালার ঠিকানায় পৌঁছে যান গোয়েন্দারা। একইসঙ্গে তল্লাশি চলে লালার আদি বাড়ি পুরুলিয়ার নিতুরিয়াতেও। সবকটি ঠিকানাই সিল করে দিয়েছেন সিবিআই আধিকারিকরা।

এদিকে বাড়িতে সিবিআইয়ের তল্লাশি চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হয় ইসিএলের সিকিউরিটি ইনচার্জ ধনঞ্জয় রায়ের। রানিগঞ্জের কুনুস্তরিয়া খনির দায়িত্বে ছিলেন তিনি।

Comments are closed.