প্রকাশিত সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল, পাশের হারে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল। ছাত্রছাত্রীরা ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারছে। তবে এবছরও কোনও মেরিট লিস্ট নয়, বিভিন্ন বিষয়ে যাঁরা শীর্ষ নম্বর পেয়েছে, তাঁদের সিবিএসই বোর্ড শংসাপত্র দেবে।

সিবিএসইর তরফ থেকে জানানো হয়েছে, cbse.gov.in এবং result.cbse.nic.in-এ ফলাফল জানা যাবে। লিঙ্কে গিয়ে রোল নম্বর এবং স্কুল নম্বর দিলেই রেজাল্ট জানা যাবে বলেই জানানো হয়েছে বোর্ডের তরফে। ২০২২ সালের প্রথম এবং দ্বিতীয় টার্মের পরীক্ষার ফলের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই রেজাল্ট।

জানা গিয়েছে, পাশের হারে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন অথবা সিবিএসইর তরফে জানানো হয়েছে, এবার ছাত্রছাত্রীদের মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। ছাত্রীদের ক্ষেত্রে পাশের হার  ৯৪.৫৪শতাংশ। সেখানে ছেলেদের ক্ষেত্রে পাশের হার ৯১.২৫ শতাংশ। পাশের হারে এগিয়ে রয়েছে দক্ষিণ ভারত।

Comments are closed.