কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, DA বাড়ল ৩% 

সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। মহার্ঘ্য ভাতা বাড়ানো হল ৩%। বুধবারই এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ৩১% শতাংশ থেকে ডিএ বেড়ে হল ৩৪% শতাংশ। 

জানা গিয়েছে, বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক থেকে ডিএ বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। এর জেরে ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা উপকৃত হবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীর সংখ্যা ৫০ এবং ৬৫ লক্ষ পেনসনভোগী রয়েছেন। 

প্রসঙ্গত সপ্তম পে-কমিশনের সুপারিশ মেনে বছরে দু’বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়। গত বছর জুলাই মাসের শেষ ডিএ বাড়ানো হয়েছিল। সেই সময় ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৩১% করা হয়েছিল। চলতি বছরে জানুয়ারিতে ডিএ বাড়ানোর কথা থাকলেও তা বাড়ানো হয়নি। অবশেষে তা হওয়ায় খুশির হওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। এদিন বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে থেকে বর্ধিত ডিএ পাবেন কর্মচারীরা। 

 

Comments are closed.