ত্রিপুরার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নাগাল্যান্ডের ছবি ব্যবহার কেন্দ্রীয় মন্ত্রীর, কটাক্ষ তৃণমূলের

ত্রিপুরা রাজ্যের ৫০ বছর পূর্তিতে নাগাল্যান্ড রাজ্যের আদিবাসীদের নাচের ছবি ব্যবহার করেছে বিজেপি। এমন অভিযোগ আনল তৃণমূল। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের ঘাসফুল শিবিরের অভিযোগ, সেই রাজ্যের ৫০ বছর পূর্তিতে ব্যবহার করা হয়েছে নাগাল্যান্ড রাজ্যের আদিবাসীদের নাচের ছবি। আর এই কাজটি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল।

শুক্রবার একটি টুইট করেন তিনি। সেখানে এই বিজেপি নেতা লেখেন, ত্রিপুরার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ত্রিপুরার বাসিন্দাদের অভিনন্দন। লেখেন, প্রাকৃতিক সৌন্দর্যে এবং নানা দর্শনীয় স্থানে পরিপূর্ণ ত্রিপুরা রাজ্য। সেখানে তিনি নাগাল্যান্ডের আদিবাসীদের নাচের ছবি ব্যবহার করেছে বলে দাবি করে তৃণমূল। একটি টুইট করে ত্রিপুরার তৃণমূল কংগ্রেস।

টুইটে ত্রিপুরার বাসিন্দাদের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে টুইট করে শুভেচ্ছা জানায় তৃণমূল। তাদের ওই টুইটে ত্রিপুরেশ্বরী মন্দির, ঊনকোটি, ত্রিপুরার রাজ প্রাসাদের ছবি ব্যবহার করেছে তৃণমূল।পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে লেখে, কেবলমাত্র বিজেপি মানুষের অনুভূতিকে পাত্তা না দিয়ে এই রকম ভুল করতে পারে। একেবারে যা লজ্জাজনক।

অন্যদিকে শুক্রবার রাজ্য হিসাবে ৫০ বছর পূর্ণ করল মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা। ১৯৭২ সালে এই তিনটি রাজ্য পৃথক রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। তিন রাজ্যের বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছেন, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Comments are closed.