সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেও আপাতত জেলেই চিদম্বরম

আইএনএক্স মামলায় জামিন পেলেন পি চিদম্বরম। সুপ্রিম কোর্ট ১ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন পেলেন তিনি। একই মামলায় এখনও ইডি হেফাজতে রয়েছেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম। ফলে জামিন পেলেও এখনই তাঁর জেলমুক্তির কোনও সম্ভাবনা নেই। জামিনের শর্ত হিসেবে আপাতত চিদম্বরমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে শীর্ষ আদালত।

অগাস্ট মাসে মহানাটকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে সিবিআই গ্রেফতার করে দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। সম্প্রতি চিদম্বরম জামিনের আর্জি পেশ করেন সুপ্রিম কোর্টে। আদালত শুনানির পর রায়দান স্থগিত রাখে। মঙ্গলবার সকালে এজলাস খোলার পর সুপ্রিম কোর্ট চিদম্বরমের জামিন মঞ্জুর করে।

Comments are closed.